Best Viewed in Mozilla Firefox, Google Chrome

পশ্চিম বঙ্গের জন্য সংকর জাতীয় ধান সহ্যাদ্রি 4 এর মুখ্য সুবিধাগুলি Salient Features of Sahyadri 4 Hybrid Rice Variety for West Bengal

সংকর জাতীয়: সহ্যাদ্রি 4

সময়কাল (দিন): 115-120

বংশ : আই আর 58025এ / কে জে টি আর 4

ফলন (ট./হে.) : 5.70

মুখ্য দিকগুলি: তাড়াতাড়ি; কিছুটা লম্বা (94-110 সে.মি.); হেলে পড়ে না এবং পাতা ফেঁটে যায় না; মাঝারী এ্যামিলোজ (21%) এবং বেশী এ এস ভি (7.0) সহ লম্বা সরু দানা; বেশী মিলিং(71%) এবং এইচ আর আর (58%)।

পশ্চিম বঙ্গের জন্য সংকর জাতীয় ধান জে কে আর এইচ 401 এর মুখ্য সুবিধাগুলি

সংকর জাতীয়: জে কে আর এইচ 401

সময়কাল (দিন): 140

বংশ : আর ভি 2এ / আর ভি 44 আর

ফলন (ট./হে.) : 6.22

মুখ্য দিকগুলি : মাঝারী; কিছুটা লম্বা (115 সে.মি.), কিছুটা খাড়া, চওড়া এবং লম্বা পাতা; হেলে পড়ে না , ফেঁটে যায় না, নাইট্রোজেন ব্যবহারে দক্ষ; মাঝারী এ্যামিলোজ (24%) এবং এ এস ভি সহ লম্বা পুরুষ্টু দানা; বেশী মিলিং(74%) এবং এইচ আর আর(59%); এ্যালক্যালাইন পরিস্থিতিতে ভাল হয়।

পশ্চিম বঙ্গের জন্য সংকর জাতীয় ধান ডি আর আর এইচ 2 এর মুখ্য সুবিধাগুলি Salient Features of DRRH 2 Hybrid Rice Variety for West Bengal

সংকর জাতীয়: ডি আর আর এইচ 2

সময়কাল (দিন): 115-116

বংশ : আই আর 68897এ / ডি আরDR 714-1-2 আর

ফলন (ট./হে.) : 5.35

মুখ্য দিকগুলি : তাড়াতাড়ি; কিছুটা বামন (90 সে.মি.); হেলে পড়ে না এবং সার-এ সহানুভুতিশীল; মাঝারী এ্যামিলোজ(25%) এবং বেশী এ এস ভি (6.0) সহ লম্বা সরু দানা; হাই মিলিং(73%) এবং এইচ আর আর(63%); বর্ষাপূর্ণ উঁচু জায়গা, উপকুলবর্তী নোনতা/ এ্যালক্যালাইন পরিস্থিতিতে ভাল হয় এবং ধান-গম পদ্ধতিতে ভাল খাপ খায়।

পশ্চিম বঙ্গের জন্য সংকর জাতীয় ধান পি এ 6201 এর মুখ্য সুবিধাগুলি Salient Features of PA 6201 Hybrid Rice Variety for West Bengal

সংকর জাতীয়: পি এ 6201

সময়কাল (দিন): 125-130

বংশ : 6সি ও 2 / 6 এম ও 1

ফলন (ট./হে.) : 6.21

মুখ্য দিকগুলি : মাঝারী, কিছুটা লম্বা (115 সে.মি.), সংপৃক্ত এবং খাঁড়া ; হেলে পড়ে না , পরিমিত ঝারাইযোগ্য এবং এন-সহানুভুতিশীল; মাঝারী এ্যামিলোজ (24%) এবং কম এ এস ভি (2.0) সহ লম্বা সরু দানা; পরিমিত মিলিং রিকভারী (68%) এবং এইচ আর আর (61%); ব্লাস্টবিরোধী, বিপিএইচ এবং লিফ ফোল্ডার সহনশীল

পশ্চিমবঙ্গের জন্য সংকর জাতীয় ধান সি এন আর এইচ 3 এর মুখ্য সুবিধাগুলি Salient Features of CNRH - 3 Hybrid Rice Variety for West Bengal

সংকর জাতীয়: সি এন আর এইচ 3

সময়কাল (দিন): 120-125

বংশ : আই আর 62829এ / অজয়া আর

ফলন (ট./হে.) : 7.49

মুখ্য দিকগুলি : মাঝামাঝি তাড়াতাড়ি; কিছুটা বেঁটে (80 সে.মি.); মাঝামাঝি লম্বা সরু দানা বেশী এ্যামিলোজ (28%) এবং কম এ এস ভি (3.0) সহ; কম ASV (3.0); হাই মিলিং (70%) এবং এইচ আর আর (52%)

পশ্চিম বঙ্গে কে আর এইচ-2 ধান চাষের মুখ্য সুবিধাগুলি Salient Features of KRH-2 Hybrid Rice Variety for West Bengal

সংকর জাতীয়: কে আর এইচ 2

সময়কাল (দিন): 125-130

বংশ :আই আর 58025এ / কে এম আর 3 আর

ফলন (ট./হে.) : 7.40

মুখ্য দিকগুলি: মাঝামাঝি তাড়াতাড়ি; মাঝারী লম্বা (110 সে.মি.); নন লজিং এবং নন-শ্যাটারিং, বেশী এ্যামিলোজ(27%) এবং কম এ এস ভি (2.2); হাই মিলিং (73%) এবং এইচ আর আর (57%) সহ লম্বা ভরপুর দানা; সাগর থেকে দূরে নোনা এবং বায়ুজীবি জীবানুপূর্ণ পরিবেশে ভাল হয়।

পশ্চিম বঙ্গে চাষের জন্য সুপারিশকৃত সংকর জাতীয় ধান - Rice Hybrids Recommended for Cultivation in the State of West Bengal

নিম্নলিখিতগুলি পশ্চিমবঙ্গে চাষের জন্য সুপারিশকৃত সংকর জাতীয় ধান:

 • কে আর এইচ 2
 • সি এন আর এইচ 3
 • পি এ 6201
 • ডি আর আর এইচ 2
 • জে কে আর এইচ 401
 • সহ্যাদ্রি 4

স্বাভাবিক প্রতিস্থাপন এর থেকে জিরো কর্ষণের সুবিধা Advantages of Zero Tillage over Normal Transplanting

জিরো কর্ষনের সোজাসুজি বপন করা চাউল এর উত্‌পাদন খরচ কম হয় জমি প্রস্তুতি না থাকায়;

 • সময়মত চাউল বপন করা যায়;
 • কম বৃষ্টির পরিস্থিতিতে, যদি ফসল বাড়ার সময়ে থাকে, অঙ্গীকারপূর্ণ প্রযুক্তি;
 • জিরো কর্ষণে প্রতিস্থাপনের শক্‌ কম হয়;
 • ফসল 8-10 দিন আগে তৈরী;
 • আগাছা মারার অষুধ প্রয়োগের ফলে আগাছার চাপ কমে;
 • সেচের জল এবং বীজে সাশ্রয় হয়; শ্রম এবং সময় বাঁচে; জ্বালানী তে বাঁচে;
 • জমির উর্বরতা বজায় রাখে;
 • বাড়তি উত্‌পাদনশীলতা এবং বাড়তি লাভও হয়।

জিরো কর্ষণ চাউলে আগাছা পরিচালন Weed Management in Zero Tillage Rice

জিরো কর্ষণ ধান চাষের আগাছা পরিচালনের জন্য যেসব রাসায়নিক ব্যবহৃত হয়:

 • গ্লাইফোসেট 41 এসএল প্রতি 2.0কেজি এ. আই. হেক্টর প্রতি (রাউন্ড আপ/ গ্লাইসেল Glycel প্রতি 8-10এমএল/লিটার) বা প্যারাকুয়াট 25 ডব্লিউ এস সি, 1.0 কেজি এ.আই. /হেক্টর (গ্রামোক্সোন 25 ই সি), বপনের 5-7 দিন আগে যদি আগাছার চাদর থাকে।  
 • নির্গমণের আগে পেন্ডিমেথালিন 30 ই সি, হেক্টর প্রতি 1.0 কেজি এ.আই. (স্টম্প/পেন্ডিগার্ড 30 ই সি প্রতি হেক্টরে 3.3 লিটার বা 6.7এম.এল./লিটার), 1-2 ডি এ এস ( 48 ঘন্টার ভিতরে) বা প্রেটিলাক্লর + সেফেনার 35.7 ই সি হেক্টর প্রতি0.5 কেজি এ.আই. (সোফিট) বা পাইরাজোসালফারন ইথাইল 10 এস পি হেক্টর প্রতি 0.020 কেজিএ.আই. (সাথী) at 0-3 ডি এ এস 500 লিটার জলে/হেক্টর (67 লিটার জল/বিঘা)
 • নির্গমণের পর প্রয়োগ করতে হবে 2,4-D সোডিয়াম সল্ট 80 ডব্ল্যুপি হেক্টর 0.5 কেজি এ.আই. (ফের্নোক্সোন 1.25 গ্রা/লিটার) বা বিস

জিরো কর্ষণ ধানের জন্য সার পরিচালন Fertilizer Management in Zero Tillage Rice

জিরো কর্ষণ ধানের সার পরিচালনের জন্য তিনটি ধাপ অনুসরণ করতে হবে

 • মূল মাত্রা: ধানের বীজের সাথে একসাথে এন: পি2ও5: কে2ও @ 80: 40: 40 কেজি/হেক্টর (20.5কেজি আই এফ এফ কো10: 26: 26 এবং 1.5 কেজি ইউরিয়া ) প্রয়োগ করতে হবে।
 • উপরের ড্রেসিং: 12 কেজি ইউরিয়া প্রতি 15-20 ডি এ এস –এ এবং 6 কেজি ইউরিয়া প্রতি পি আই- তে 1.0 বিঘা ক্ষেত্রের জন্য।
 • সেস্‌বানিয়া সহ-চাষ: 2 কেজি/বিঘা ধানের বীজের সাথে একই সাথে বপন করতে হবে।

স্বাভাবিকভাবে প্রতিস্থাপিত প্লটে সার পরিচালন Fertilizer Management in Normal Transplanted Plots

 • মূল: ¼ এন +সম্পুর্ণ পি2ও5 + ¾ কে2ও
 • উপরের ড্রেসিং: ½ এনপ্রতি 15-20 ডিএটি- তে এবং বাকী ¼ এন + ¼কে2ও প্যানিকল্‌ আরম্ভ করার সময়
Copy rights | Disclaimer | RKMP Policies